সৌন্দর্য্য চর্চা

চোখের চারপাশের ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যাচ্ছে? রেহাই পেতে কী করবেন?

শীতকালে শুষ্ক ত্বকের সমস্যায় সকলেই ভোগেন। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে, চোখের চারপাশের চামড়া একটু বেশিই শুষ্ক হয়ে গিয়েছে। হয়তো মুখের অন্যান্য অংশের স্কিন ততটাও ড্রাই নয়। কিন্তু চোখের চারপাশের চামড়ায় টান ধরছে। আবহাওয়া, অত্যধিক গরম জল ব্যবহার, বার্ধক্য, মেকআপ ঠিকভাবে না তোলা, অতিরিক্ত চোখ ঘষা, এই সব নানা কারণে চোখের চারপাশের ত্বক শুষ্ক হয়ে যায়।

চোখের চারপাশের ত্বক মুখের অন্য অংশের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। তাই একটু বেশিই খেয়াল রাখার উচিত এই জায়গায়। দেখে নিন, চোখের চারপাশের শুষ্ক ত্বকে আর্দ্রতা ফেরানোর কিছু ঘরোয়া উপায় -

অ্যালোভেরা জেল
অ্যালোভেরা ত্বককে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করে। কোলাজেন উৎপাদন বাড়িয়ে বলিরেখা রোধ করে। চোখের চারপাশের শুষ্ক ত্বকের চিকিৎসার জন্য দারুণ কার্যকরী অ্যালোভেরা জেল। ১ টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেল চোখের চারপাশে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। বিশেষ করে শুষ্ক জায়গাগুলিতে ফোকাস করুন। ম্যাসাজ করার পর সারা রাত এই ভাবে রেখে দিন। পরের দিন ধুয়ে ফেলুন। প্রতি রাতে এটি করতে পারেন।

আমন্ড অয়েল
আমন্ড অয়েল চমৎকার ইমোলিয়েন্ট, যা শুষ্ক ত্বক নিরাময় করে। এটি একজিমা এবং সোরিয়াসিস নিরাময়েও কার্যকরী। কয়েক ফোঁটা আমন্ড অয়েল চোখের চারপাশের ত্বকে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। সারারাত রেখে দিন এই ভাবে। পরের দিন সকালে ধুয়ে ফেলুন। প্রতি রাতে এই প্রতিকার করতে পারেন।

ভিটামিন ই তেল
ভিটামিন ই চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট। এটি কোলাজেন উৎপাদন বাড়ায়, এতে অ্যান্টি-এজিং এফেক্ট আছে এবং ডার্ক সার্কেল কমায়। এটি চোখের চারপাশের ত্বককে সুস্থ রাখে।

গ্লিসারিন
গ্লিসারিন ত্বককে হাইড্রেটেড রাখে এবং শুষ্কভাব প্রতিরোধ করে। তুলার প্যাডে কয়েক ফোঁটা গ্লিসারিন ঢেলে চোখের উপর রাখুন। পাঁচ মিনিট পরে সরিয়ে ফেলুন। সারা রাত আপনার ত্বকে গ্লিসারিন রেখে দিন। পরের দিন সকালে ধুয়ে ফেলুন। প্রতি রাতে এটি করতে পারেন।

 


Related Posts

শরীরে প্রচুর স্ট্রেচ মার্ক রয়েছে? অ্যালোভেরা জেল লাগালেই রেহাই মিলবে সমস্যা থেকে...
Jashim Sharkar 15th February,2024

শরীরে প্রচুর স্ট্রেচ মার্ক রয়েছে? অ্যালোভেরা জেল লাগালেই রেহাই মিলবে সমস্যা থেকে! গর্ভাবস্থায় স্ট্রেচ মার্কের সমস্যা নতুন কিছু নয়। তবে বয়ঃসন্ধিকালে অথবা শরীরে প্রচুর ম...

Read More
Facebook Youtube Instagram LinkedIn