শরীরে প্রচুর স্ট্রেচ মার্ক রয়েছে? অ্যালোভেরা জেল লাগালেই রেহাই মিলবে সমস্যা থেকে!
শরীরে প্রচুর স্ট্রেচ মার্ক রয়েছে? অ্যালোভেরা জেল লাগালেই রেহাই মিলবে সমস্যা থেকে!
গর্ভাবস্থায় স্ট্রেচ মার্কের সমস্যা নতুন কিছু নয়। তবে বয়ঃসন্ধিকালে অথবা শরীরে প্রচুর মেদ জমলেও স্ট্রেচ মার্ক দেখা দেয়। শরীরের এই অবাঞ্ছিত দাগ নিয়ে অনেকেই তিতিবিরক্ত হয়ে পড়েন। এতে শারীরিক সৌন্দর্যে তো ঘাটতি পড়েই, পাশাপাশি পছন্দের পোশাক পরতেও সঙ্কোচ বোধ হয়। আর, স্ট্রেচ মার্কের সমস্যা কিন্তু এক লহমায় সমাধান হওয়ার নয়। তবে ঘরোয়া উপায়ে দাগ ধীরে ধীরে মিলিয়ে যেতে পারে। এর জন্য আপনি অ্যালোভেরাকে কাজে লাগাতে পারেন।
যে কোনও দাগ দূর করতে পারে অ্যালোভেরা, সেই সঙ্গে ত্বককেও মোলায়েম করে। তাই যে জায়গাটায় স্ট্রেচ মার্ক রয়েছে সেখানে বিশুদ্ধ অ্যালোভেরা জেল লাগান। দেখে নিন অ্যালোভেরা জেল প্রয়োগ করার কিছু সেরা পদ্ধতি -
অ্যালোভেরা জেল
১ টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল স্ট্রেচ মার্কের জায়গায় লাগিয়ে ২-৩ মিনিট ম্যাসাজ করুন। তারপর এ ভাবেই কিছুক্ষণ রেখে দিন। ধুয়ে ফেলবেন না। দিনে দু'বার অ্যালোভেরা জেল প্রয়োগ করুন।
অ্যালোভেরা এবং ভিটামিন ই তেল
২টো ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বার করে নিন। তার সঙ্গে এক টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। ত্বকে এই মিশ্রণটি কিছুক্ষণ ম্যাসাজ করে এ ভাবেই রেখে দিন। দিনে দু'বার এই মিশ্রণটি লাগালেই যথেষ্ট।
অ্যালোভেরা এবং কফি পাউডার অ্যালোভেরা এবং কফি পাউডার এক টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল মিশিয়ে স্ট্রেচ মার্কে লাগান। ম্যাসাজ করুন ৫ মিনিট। তারপর আরও ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার এটি লাগাতে পারেন।